যৌন উত্তেজক ওষুধের খোঁজে সবাই এখন টুইটারমুখী
ভায়াগ্রা এবং এর মতো যৌন উত্তেজক ওষুধের খোঁজে মানুষ কোন ওয়েবসাইটগুলোতে ঢুঁ দেয় বেশি? এ প্রশ্নের উত্তর বের করতে গবেষণা চালিয়েছে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া। গবেষণায় দেখা যায়, মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার এবং পিন্টারেস্টে সবচেয়ে বেশি ভায়াগ্রার খোঁজ করেন। ওদিকে, ঘুমের সমস্যা এবং স্বাস্থ্য বিষয়ক খবর পেতে ওয়েবএমডি বা ড্রাগস ডট কমের শরণাপন্ন হয়। দশ লাখেরও বেশি ওষুধ সংক্রান্ত পোস্ট ঘেঁটে এ গবেষণা চালানো হয়। ওই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ভেগেলিস...
Posted Under : Health News
Viewed#: 161
See details.

